রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৮ মার্চ ২০২৫ ১৪ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এমন উদাহরণ খুবই কমই চোখে পড়ে, গোটা পরিবারের সব সদস্যই অস্বাভাবিক রকম লম্বা। ভারতেই রয়েছে এমন নজির। মহারাষ্ট্রের পুণের বাসিন্দা কুলকার্নি পরিবারের চার সদস্যের উচ্চতাই ৬ ফুটের বেশি। পরিবারের বাবা, মা ও দুই সন্তান উচ্চতা অনেকটা বেশি হওয়ার ফলে কুলকার্নি পরিবারের সদস্যরা কেউ সাধারণত গণপরিবহন ব্যবহার করতে পারেন না।
মহারাষ্ট্রের পুণের বাসিন্দা এই কুলকার্নি পরিবারের কর্তার নাম সরোদ কুলকার্নি এবং তাঁর স্ত্রী হলেন সঞ্জত কুলকার্নি। সরোদ কুলকার্নির উচ্চতা প্রায় ৭ ফুট ১.৫ ইঞ্চি এবং তার স্ত্রী সঞ্জতে উচ্চতা প্রায় ৬ ফুট ২.৫ ইঞ্চি।
১৯৮৮ সালের ডিসেম্বরে বিয়ের পর ১৯৮৯ সালে বিশ্বের সবচেয়ে উচ্চতাসম্পন্ন জুটি হিসেবে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠেছিল তাঁদের। পরে অবশ্য সেই তকমা ফসকে যায়। জানা যায় যে, ক্যালিফোর্নিয়ার স্টকটনের বাসিন্দা ওয়েন এবং লরি হলকুইস্টের সম্মিলিত উচ্চতা ১৩ ফুট ৪ ইঞ্চির বেশি। তবে, এ দেশে কুলকার্নি দম্পতির রেকর্ড এখনও কেউ ছুঁতে পারেননি।
পেশায় ব্যাঙ্ক কর্মী সরোদ কুলকর্ণী অধিক উচ্চতার কারণে ছোট বয়সে বেশ কয়েকবার বিড়মন্বনায় পড়েছিলেন। লম্বা উচ্চতার কারণে বাস্কেটবল খেলতেন সরোদ। পরে দেশের হয়েও প্রতিনিধিত্ব করেন। তবে উচ্চতার প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হয়েছিল সরোদের স্ত্রী সঞ্জত কুলকার্নিকে। এক্ষেত্রে সামাজিক নিয়মই বড়া বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি তাঁর।
ভারতে মেয়েদের উচ্চতা অত্যাধিক বেশি হলে অনেক মুশকিলে পড়তে হয়। সঞ্জতের কুলকার্নির কথায়, "ভারতে একজন মহিলার একজন পুরুষের চেয়ে লম্বা হওয়া বেশ বিীড়ম্বরার। কারণ এ সমাজে পুরুষই বেশি কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি কখনই একজন উচ্চতায় খাটো পুরুষকে বিয়ে করতে চাইনি। আসলে চাইনি যে, অধিক উচ্চতার স্ত্রীর জন্য স্বামীর কপালে উপহাস জুটুক। ফলে আমি ভেবেছিলান চিরকাল বিয়ে না করেই কায়িয়ে দেব।"
তাহলে ৬.২ ফুট উচ্চতার সঞ্জতের বিয়ে হল কীভাবে? মুম্বাইয়ের রাস্তায় একদিন সঞ্জতের ঠাকুমার চোখে পড়ে যান সরোদ। আর দেখা মাত্রই সরোদের কাছে গিয়ে সরাসরি নাতনির বিয়ের প্রস্তাব দেন ওই মহিলা। প্রথমে পাত্তা না দিলেও বন্ধুর কথায় ৬ ফুট উচ্চতার ওই বৃদ্ধা মহিলার থেকে ফোন নম্বর চেয়ে নেন সরোদ। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর সঞ্জতকে দেখতে যান সরোদ। আর প্রথম দেখাতেই উচ্চতা দেখে সরোদের মনে ধরে সঞ্জতকে। তখনই ঠিক করে নেন ওই মেয়েকেই তিনি বিয়ে করবেন।
এরপর ১৯৮৮ সালের ডিসেম্বরে সরোদ ও সঞ্জতের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। তাঁরাও বাবা মায়ের মতোই লম্বা। বড় মেয়ে মৃগা কুলকর্নির উচ্চতা হল ৬ ফুট ১ ইঞ্চি এবং ছোট কন্যা সানিয়ার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর তাঁদের দু'জনেরই স্বপ্ন মডেলিং করার।
দেশজুড়ে এই পরিবার রেকর্ড গড়লেও উচ্চতা বেশি হওয়ার কারণে কুলকার্নি পরিবারের কোনও সদস্যই সাধারণ যানবাহন ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের বেশিরভাগ সময়ে পায়ে হেঁটে বা নিজেদের স্কুটিতে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, তাঁদের পোশাক থেকে জুতো সবই বিদেশ থেকে আনাতে হয়। এছাড়া তাঁদের বাড়ির দরজা-জানালার উচ্চতাও বাড়িয়ে ৬ থেকে ৮ ফুট উচ্চতার করতে হয়েছে।
নানান খবর
নানান খবর

স্বামীকে গাড়িতে পিষে মারতে চেয়েছিলেন! স্ত্রী ও প্রেমিকের কাণ্ডে চোখ কপালে সকলের

পাবজি আসক্তি জীবনে নিয়ে আসতে পারে বিপদ, জড়িয়ে পড়তে পারেন মাদক চক্রে

ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর, মৃত্যুমিছিল জারি

কর্ণাটকে রোহিত ভেমুলা আইন প্রণয়নের পথে, সিদ্ধারামাইয়ার চিঠি রাহুল গান্ধীকে

মুম্বইয়ে তাণ্ডব! ১৬ বছরের 'গুন্ডা'র কীর্তিতে তটস্থ পুলিশ!

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব